আল্লাহর ভালোবাসা ও রহমতপ্রাপ্ত বন্ধু আমান কর্তৃক নির্মিত অনিন্দ্যসুন্দর ''আল আমান-রাহেলা খাতুন জামে মসজিদ'' দর্শন উপলক্ষ্যে বেলকুচি, সিরাজগঞ্জ যাত্রা এবং অনুভূতির প্রকাশ।
------------------------------------------------


আমরা ক'জন পুরাতন বন্ধু মিলে,
ধুলোর মশারি ছিঁড়েখুড়ে; দীর্ঘপথ
দিয়েছি যে পাড়ি, বহু উত্তেজনা নিয়ে।
অলৌকিক ভালোবাসা সবা'র অন্তরে
খেলা করে গেছে- অনন্য আনন্দধারা।
উদ্দাম হাসি-তামাশা, কথার ফুলঝুরি
বয়ে গেছে যমুনার মতো, অবিরল।
ফারাক্কার অভিশাপে যমুনা শুকায়;
কিন্তু আমাদের মনে এখনো লাগেনি
ঈশ্বরের অভিশাপ। তাই, বুঝি আজও
বাঁধভাঙ্গা জোয়ারের জলের উচ্ছ্বাসে
এগিয়ে গিয়েছি দীর্ঘ-দীর্ঘতর পথ।
নান্দ্যনিক সৌন্দর্যের সৃষ্টির দর্শনে
হয়েছে আপ্লুত সবা'র বান্ধবমন।


ছোট ছোট ভুলগুলো ঝেড়ে ফেলে দিয়ে,
যদি হাতে রাখি হাত প্রবল বিশ্বাসে;
প্রেমের ফল্গুধারায় ছুঁড়ে দিতে পারি
অবিশ্বাস, অপ্রেমের সকল বাহানা।
জলের গভীরে ডুবিয়ে দিতেও পারি,
আমাদের সব ছোট ছোট অহমিকা,
আত্মম্ভরিতার ভারি পাথরের চাঁই।
আমাদের সমূহ পার্থিব জীবনের
সম্ভাব্য সময়কাল ক্রমেই কমছে;
শেষ কিনারার দিকে প্রায় পৌঁছে যাচ্ছি।
ত্যাগের মহিমা নিয়ে, প্রাণের উত্তাপে,
ভালোবাসার উজ্জ্বল প্রদীপটি জ্বেলে;
সম্মুখে এগিয়ে গেলে, চিরন্তন সত্য,
প্রতিদানে লাভ ছাড়া কোন ক্ষতি নাই।


০২/০৪/২০২১
মিরপুর, ঢাকা।