(ভারতের নবম রাষ্ট্রপতি (২৫ জুলাই ১৯৯২ থেকে ২৫ জুলাই ১৯৯৭) কবি ড. শঙ্কর দয়াল শর্মা (১৯ আগস্ট, ১৯১৮ - ২৬ ডিসেম্বর, ১৯৯৯)  হিন্দি ভাষায় একটি কবিতা লিখেছেন। তাঁর কবিতার ভাবার্থ নিয়ে আমার লেখা 'আল কোরান'।)
------------------------------------------------
কোরান এমন পবিত্র বই আমল করার যা',
এখন তাবিজ-দোয়ার কিতাব মোল্লায় বানায় তা'।
অনুধাবন করার কথা স্থিরবুদ্ধির দিলে,
পাঠ্যপুস্তক বানায় এখন মূর্খরা সব মিলে।
কোরান হলো জীবন্তদের জীবনযাপন ধারা,
মৃতের কল্পচিত্র আঁকে মৌলবী-মোল্লারা।
শ্রেষ্ঠ জ্ঞানের কিতাব কোরান সর্বজনের তরে,
মূর্খের হাতে পড়ে যে তা' দড়ফড়িয়ে মরে।
বিশ্ব-জ্ঞানের পাণ্ডুলিপি আল্লার এই বাণী,
মাদ্রাসারই পাঠ্য বানায় মুর্খেরা আজ জানি।
কোরান এলো আলোর দিশা দিতে জীবন্তরে,
মোল্লা এখন মৃতের জন্য কোরান বিক্রি করে।
ও মুসলমান! এ কী দশা! ভুললে কি নিজ পথ?
থাকতে সময় দাঁড়াও নিয়ে হায়দরি হিম্মৎ।


২২/০৯/২০২০
মিরপুর,  ঢাকা।


=============================
কোরান শরিফ
- কবি ড. শঙ্কর দয়াল শর্মা
===========
আমল কি কিতাব থি,
দুয়া কি কিতাব বনা দিয়া।
সমঝ্নে কি কিতাব থি,
পড়নে কা কিতাব বনা দিয়া।
জিন্দাওঁ কা দস্তুর থা,
মুর্দাওঁ কা মনশুর বনা দিয়া।
জো ইলম্ কি কিতাব থি
উসে লা ইলমোঁ কে হাথ থমা দিয়া।
তশখীর-এ-কায়নাৎ কা দর্স দেনে আয়ি থি,
সির্ফ মদ্রাসোঁ কা নিসাব বনা দিয়া।
মুর্দা কওমোঁ কো জিন্দা করনে আয়ি থি,
মুর্দোঁ কো বখশ্ওয়ানে পের লগা দিয়া।
অয় মুসলমানোঁ, ইয়ে তুম নে ক্যা কিয়া?