পৃথিবীতে তুমি যবে আলোকিত হবে,
তখন অন্যেরা এসে আশেপাশে রবে।
কতো শত উসিলায় তোষামোদ করে,
কতো রঙে কতো কথা বলে যাবে; ওরে!
যখন আঁধারে তুমি ডুবে যাবে ক্রমে,
তখন তোমারে কেউ চাহিবে না ভ্রমে।
তোমার ছায়াও আর দেবে নাতো দেখা;
নিয়তির পরিণাম, কপালের লেখা!


জীবনের মূল কথা- আলোকিত হও,
মানুষেরে ভালোবেসে সাথী হয়ে রও।
হৃদয়ে বিরাজে যার প্রীতি-মানবতা,
দুনিয়ায় সে-ই পায় স্থায়ী অমরতা।
আলোকিত হয়ে ওঠো মানুষের তরে,
তোমাকে স্মরিবে সবে অতি সমাদরে।


২২/১২/২০২২
মিরপুর ঢাকা।