ওরা, ওইসব দুর্বৃত্ত পাষণ্ডেরা,
যারা মনে-প্রাণে চেয়েছিলো কুটিল কৌশলে
আমাদের কাছ থেকে তোমাকে ভুলিয়ে দিতে।
আমাদের মন থেকে ছবি কেড়ে নিতে,
আমাদের স্মৃতি থেকে প্রেম মুছে দিতে।
তাই বুঝি তারা,
তোমাকে লুকা'তে চেয়েছিলো অন্ধকারে।
ছিন্নভিন্ন লাশ নিয়ে যায় অজপাড়াগাঁয়,
টুঙ্গিপাড়ায়।
যার প্রতিটি বালুকণায় ঘাসে জলে মৃত্তিকায়,
সে-ই অলৌকিক শরীরের গন্ধ মিশে আছে।


ওরা ভেবেছিলো,
তোমাকে হত্যা করলেই সব শেষ হয়ে যাবে।
দূরে কবর দিলেই মুছে যাবে তুমি।
কবরের চারিপাশে গড়ে উঠবে জঙ্গলের স্তূপ,
কষ্ট করে বাঙালিরা যাবে না সেখানে,
অথচ, কী আশ্চর্য! সেটা আজ পুণ্যভূমি!
এক অমিত তেজের আলোকিত স্থান।


আমাদের হৃদয়জমিনে জাগ্রত সূর্যের তেজ নিয়ে,
সত্য ও ভালোবাসার অনন্য প্রকাশে,
বিশ্বাসের তারায় তারায় জ্বলে উঠো তুমি,
অনন্য উজ্জ্বল জ্যোতিষ্কের মতো।
তুমি আজ মিশে আছো সবুজে-শ্যামলে,
তুমি আজ মিশে আছো মৃত্তিকার ঘ্রাণে,
সাগরের উত্তুঙ্গ ঊর্মিতে, সবুজ পাহাড়ে,
অবিসংবাদিত প্রেরণার উৎস হয়ে।
তুমি জেগে উঠো ফিনিক্স পাখির মতো
আমাদের দুর্যোগে, বিজয়ে, যুদ্ধে
মহামারী ও মরকে।


এই বাংলার মাটিতে যতদিন রবে
টলমল জলভরা চলমান নদী,
নদীর উপরে নীল আকাশ,
আকাশের উপরে চাঁদের ছায়া,
রমণীয় রমণীয় শ্যামলিমা মাঠ,
ততোদিন রবে তুমি, হে বঙ্গবন্ধু!
আমাদের চেতনায়,
শান্তিতে, সংগ্রামে, শীতে ও গ্রীষ্মে
আমাদের জীবনের প্রেমময় চারুপাঠ।


২৩/০৮/২০২০
মিরপুর, ঢাকা।