আকাশের সুকুমার রূপ নিয়ে প্রভাতের আলো
তরুণ সূর্যের বুক চিরে এসে ধরণী রাঙালো।
শাখে শাখে জেগে ওঠে ঘুম ভাঙা পাখিদের দল;
দল বেঁধে সুর তোলে, কতো সুরে করে কোলাহল!
পাখিরা আমায় ডাকে, 'ঘুম ভেঙ্গে জেগে উঠো কবি,
দেখো, পূর্বাকাশে হাসে মুগ্ধকর প্রভাতের রবি।
আলস্যের ঘুমাবার কাল শেষ, দ্বার খুলে এসো,
প্রকৃতির অপরূপ রূপ দেখে, তারে ভালোবেসো'।
উদাসীন আলোকের উত্তরীয় গায়ে দিয়ে আমি,
ধানগন্ধী হেমন্তের শিশির মাখানো মাঠে নামি।


জীবনের প্রয়োজনে জেগে ওঠো অলসতা ত্যাগী,
জেগে ওঠো শ্যামলিমা পৃথিবীর সকল বিবাগী।
এমনি স্নিগ্ধ প্রভাতে জেগে ওঠে ধ্যানী-জ্ঞানী-ঋষি।
আলোর উৎসবে হাসে উন্মাতাল সুন্দর উষসী।
জাগো, পৃথিবীর কবি! রুদ্ধ দ্বারে করাঘাত করে,
অজ্ঞানতার আঁধার দূর করে দাও চিরতরে।


২০/১১/২০২২
মিরপুর ঢাকা।