কথার ঠেলায় পাহাড় কাঁপায়, কাজের বেলায় ঠনঠনা,
ঠারেঠোরে সরস্বতী, গুণ নেই তার এক কণা।
এই জগতে সুঁই যেন সে? বের হবেরে ফাল হয়ে;
শোনছে সবাই আগাম কাসার বাদ্যি বাজে ঝনঝনা।

হাসির ভেতর ঈর্ষা এনে খিরসা বানায় ছল-রসে,
জগদ্দলের পাথর যেন গদী ধরে রয় বসে।
নিঃশ্বাসে তার সাগর শুকায় ভাবখানা তার রাজরানী,
একদিন ঠিক সময় এসে লাগাবে চড় খুব কষে।

রগড়বাজি করছো আজি আত্মম্ভর বেটি লো,
ভেবেছিলাম বনলতা, এখন দেখি ‘কেটি’ ও!
‘ছি ছি’ বলার শব্দগুলো আনতে মুখে চাই না আর;
কাল-ই উচিত সাজা দেবে বুঝবে সেদিন সেটিও।


তার ভয়েতে অনুপ্রাসে নীরব আছে কবি সব,
কেমন যেন ম্যারম্যারা ভাব নেই কোন আর কলরব।
রথী, মহারথীরা আজ বানায় ছুরি মিছরিতে;
থিসিস থেকে এণ্টি-থিসিস হবে একদিন উদ্ভব?


২১/০৯/২০২১
মিরপুর, ঢাকা।