আমি যা, তা-ই হিসেবে, তুমি গ্রহণ করেছো আমায়।
আমার শিথিলতা, অগোছালোতা, অদ্ভুত দৃষ্টিভঙ্গিকে
তুমি সুন্দর, সাবলীল ও স্বাভাবিক মনে করো।
আমাদের মাঝে কোন বিরোধ নেই, চাওয়া-পাওয়া নেই,
নেই প্রতিরোধ করার এমন কিছু অপাঙক্তেয় বিষয়।
অপ্রস্তুত সময়েও তুমি কাছে টেনে নাও বিশ্বাসে, স্বেচ্ছায়;
তাই, আমাদের প্রেম, ভক্তি কখনোও ব্যর্থ হবার নয়।


আমরা পরস্পরকে ভালোবাসি রোগীকে সেবা করার মতো।
আমাদের পূর্ণ জীবনকাল কেটে যাবে
ভালোবাসায় গড়া একটি স্বপ্নময় সুন্দর সুড়ঙ্গ পথে।
আমি ভালোবাসি প্রিয়, তোমার কণ্ঠস্বর, স্পর্শ,
আবেগভরা চুম্বন, প্রাণখোলা হাসি, স্তব্ধ দুপুরের নীরবতা।


প্রিয়তি! তোমাকে খুব ভালোবাসি-
যেমন, মীনেরা জলকে, পাখিরা পত্রময় বৃক্ষকে
ভালোবাসে প্রাণের গভীর থেকে; ঠিক তেমনই।
আমাদের ভালোবাসা দীর্ঘস্থায়ী হবে;
কারণ, আমরা যে পরস্পর খুব ভালোবাসি।


১৯/০৬/২০১৯
মিরপুর, ঢাকা।