আমাদের ভালোবাসা কখনোই জন্ম হয় না পৃথিবীতে,
আমাদের ভালোবাসা মৃত্যু হয় না কখনোই।
দু'চোখে হাজার অপমান,
লক্ষ ছি-ছি!
তবুও, আমরা পৃথিবীতে ভালোবাসার অভিনয় করি।
আমাদের ভালোবাসা অনবরত শরীর নিয়ে খেলা করে,
অন্ধকারের মানুষের মতো ঘূর্ণিমায়ায় অন্ধকারে মিশে থাকে।
শুধু ফাগুনের আগুন দেখি সমস্ত শরীর জুড়ে,
পরস্পরে জড়াই না শীতের উষ্ণতায়।


ক্ষমতার কাছাকাছি যারা,
শক্তির মানদণ্ডে শক্তিমান পৃথিবীতে তারা।
অর্থ ও ক্ষমতার জোরে জন্ম দেয়
ভালোবাসা নামের ঘৃণিত বারুদের কণা!
সেখানে কোন ভয় থাকে না
ভালোবাসার নামে শাররীক খেলায় মাতাল হয়।
আমাদের ভালোবাসা জন্ম হয় না কখনো,
আমাদের ভালোবাসার মৃত্যু হয় না কখনো;
আমাদের ভালোবাসা বিরহের উজ্জ্বলতায় জ্বলে না কখনো।


০৫/১০/২০২০
মিরপুর, ঢাকা।