সমস্ত মুহূর্তগুলো ধরে রাখতে চাই;
পৃথিবীতে জন্মের আগের।
যখন আমরা তোমার চেহারা দেখে,
তোমার আদেশ শুনে,
সাক্ষ্য দিয়েছিলাম মননে, চেতনের উচ্চারণে-
'তুমি আমাদের প্রভু'!
তোমার অনন্য ঐশ্বরিক সঙ্গীতের সুর
প্রতিধ্বনি তুলে যেতো বিশ্ব চরাচরে।


সমস্ত মুহূর্তগুলো ধরে রাখতে চাই;
এ কাদামাটির পৃথিবীতে আসার পরের।
যা শুনেছিলাম সৌন্দর্য উদযাপনে,
ছন্দময় সবুজ বনানী থেকে,
পাখিদের কণ্ঠে, বাতাসের গুঞ্জরণে;
ঐশ্বরিক সঙ্গীতের কলকথা বেজে উঠে প্রাণে।


এখন আমরা মানুষের অন্তরঙ্গতায়,
বাস্তবতার ভুতুড়ে ব্যস্ততায়,
মহিমান্বিত  সেসব ঐশ্বরিক সঙ্গীতের সুর,
আহ্বানের কথা শুনতে পাই না আর;
প্রতিধ্বনিত হয় না পাথরের কঠিন হৃদয়ে।
বরফ শীতল হৃদয়ের মাঝে খুঁজি
অমূলক মানুষের বুকের উত্তাপ।


আমাকে একা থাকতে দাও।
যেন আবার শুনতে পারি স্পষ্ট শব্দে-
যা শুনেছিলাম প্রাক-সৃষ্টির অনন্ত মুহূর্তের ক্ষণে,
অনাবিল ঐশ্বরিক সুরে;
ছন্দময় সঙ্গীতের সুরে বেজে উঠেছিলো
স্বর্গ-মর্ত্য, বিশ্ব-চরাচরে।


০৮/০৬/২০২২
মিরপুর, ঢাকা।