আমার সজীব আত্মা মরু-সাহারার মতো
শুষ্ক হয়ে গেছে। চোখ, ফুসফুস আর কলিজা
ধোঁকাবাজ পৃথিবীতে প্রেমের পরশ পেতে
চায় অহরহ। বুকে ছিলো তাঁর জন্য নিরন্তর
প্রেমের ঘন আর্দ্রতা। পার্থিব প্রেম খুঁজি না
তার কাছে আমি। শুধু, বৃত্তাকার আনন্দ
খুঁজে যাই আবেগের কোস্টার-রোলার চড়ে।
স্নায়বিক যন্ত্রণাকে ভুলে, সযতনে আনি
ভালোবাসা, শীতলতা; আনন্দময়তা যতো।
দয়া করে প্রেম দাও, গরমে এসির মতো;
তীব্র-শীতে দয়াবান উষ্ণ কম্বলের ন্যায়
বিরতিহীন আদরে আবৃত করো আমাকে।
সম্পূর্ণ আত্মা আমার শুধু রহমত চায়,
স্বর্গীয় প্রেমে নির্মিত গভীর ভালোবাসায়।


০৩/০৫/২০১৯
মিরপুর, ঢাকা।