আমার মরনে কেঁদো নাকো তুমি,
সত্যিই আমি যাবো নাকো চলে।
যখন আমারে আসবে স্মরণে
দাঁড়িও একাকী জানালাটি খুলে;
দেখবে তখন ফসলের মাঠ;
রাশি রাশি ধান, সরিষার ক্ষেত;
আমারেই তুমি পাবে সেথা খুঁজে,
আমি যে এখানে চির অনিকেত।


আমার মরনে কেঁদো নাকো তুমি,
সত্যিই আমি চলে যাবো নাকো।
যখন পড়বে মনেতে আমায়
ফাগুনে কিংবা ঘোর বর্ষায়;
দেখবে আমারে কুয়াশার ভীড়ে,
অথবা অঝোর শ্রাবণ ধারায়
বৃষ্টিতে ভেজা কদমের ফুলে,
হলুদ রেণুকে মেখে নিও চুলে,
আবীরের মতো লেপে দিও গালে;
অনুভব হবে হাতটি বাড়ালে।


আমার মরনে কেঁদো নাকো তুমি,
সত্যিই চলে যাবো নাকো আমি।
বিছানায় যবে একলা ঘুমাবে
গ্রীষ্মকালের চরম গরমে,
মৃদু ও শীতল মৌসুমী বায়ু
জড়াবে তোমারে পরম আদরে।
সেখানে আমার নিশ্বাস রবে,
বিশ্বাস রেখো পুলকিত মনে;
চিরদিন আমি গোপনে গোপনে
থাকবো নীরবে তোমারই সনে।


আমার মরনে কেঁদো নাকো তুমি
সত্যিই আমি যাবো নাকো চলে।
কান্না যখন আসবে তোমার
দুঃখিত হয়ে দুর্বল মনে;
স্বপনে আসিয়া জড়াবো তোমায়
ঘন চুম্বনের আলিঙ্গনে।
দয়া করে, তুমি কেঁদো নাকো প্রিয়!
শুধু একবার দাও হে বিদায়;
এ বিদায় জেনো, শুধু সাময়িক,
রইবো সেথায় তোমার আশায়,
পথ পানে চেয়ে নক্ষত্র পথে।
জগতের নীতি কেউ থাকবে না
জগতের মাঝে চিরদিন তরে,
অন্যলোকেতে চলে যাবে সব।
জীবনের সাথে নিরিবিলি চলে
অবিরল মরনের উৎসব।


২৫/০৫/২০১৯
মিরপুর, ঢাকা।