'আমারে চিনোস তুই'! এ কথা বলে, যে অহংকার
নিয়ে কাঁপাতো সমাজ; সে আজ কোথায়? শুয়ে আছে
কবরের অন্ধকারে। চিনে নাতো কেউ তাকে আর।
কারোর মনে নেই সে; অপমানে স্মৃতি হয়ে বাঁচে।
নড়বড়ে কবরের নিচে তার নিথর শরীর
পচে-গলে একাকার; হাড়-মাংস মিহিন মাটিতে
মিশে গেছে। এখন চিনে না কেউ; দুর্বল না বীর
পড়ে আছে গোরস্থানের চত্বরে, অচেতন চিতে।


শিয়াল-কুকুর, পোকামাকড়েরা সারারাত ধরে
মৌজ করে; খুঁটে খুঁটে খায় অবশিষ্ট দেহ তার।
তাড়ানোর শক্তি নেই; কতো শক্তি ছিল দেহ জুড়ে!
আজ কিছু নেই তার, শেষ হলো তার অহংকার!
শাশ্বত মৃত্যুর স্বাদ নিতে হবে; মনে রেখো, মন;
মোহিত পৃথিবী দেখে হারাইও না তোমার চেতন।


১৩/১২/২০২২
মিরপুর ঢাকা।