আমি জেনে গেছি- আমি কাকে চাই!
কে আমার হৃদয়ের মাঝে স্পন্দন জাগায়?
কার দু'টো চোখ উৎফুল্ল হলে,
আমি ভেসে যাই শরতের মেঘে মেঘে,
কাশবনেরই দুগ্ধফেন ফুলেদের মতো
উত্তরীয় হিমেল বাতাসে।
সে যখন সামনে দাঁড়ায় অনিন্দ্য সৌন্দর্য নিয়ে,
অকুতোভয় পৌরাণিক হারকিউলিসের মতন
আমি সত্যনিষ্ঠ শক্তিশালী বীর হয়ে যাই-
সকল অন্যায়, ক্লেদ, অমানবিকতা মুছে দিতে।


আমি তার জন্য সুনিপুণভাবে
আকাশের বুকে চাষ করি তারা-ফুল;
যে সকল তারা; যারা জ্বলবে, ঝরবে সারারাত।
আমি কুড়িয়ে কুড়িয়ে মালা গেঁথে যাবো,
অতঃপর, যতনে পরাবো তারে।
হৃদয়ের সীমানায় রইবে সে, স্বপ্ন-ধ্বনি হয়ে,
শিশিরের মত ঘাসের ডগায়- কবিতায়, কবিতায়।
আমি জেনে গেছি- কে আমার ভালোবাসা!
আকাশে বাতাসে মৃদুমন্দ দোলা কার?
সে আমার প্রিয়তি! আমার প্রিয়তি!!
আমারই অহঙ্কার।


০৬/০৯/২০১৭
আমিন বাজার, সাভার, ঢাকা।