আমি পুলিশ,
ভোর বেলাতে শয্যা ছাড়ি বউতো দেয় না 'কিস'!
আমি পুলিশ,
আমি পুলিশ।
দেশকে ভালোবাসি আমি, ভালোবাসি মা-কে,
দেশের জন্য যেজন সুবোধ, ভালোবাসি তাঁকে।
দেশদ্রোহীকে ধরতে আমার হাত করে নিসপিস।
আমি পুলিশ
ওরে, আমি পুলিশ।
চোর-বাটপার গুণ্ডা-গুণ্ডি হও এবার সাবধান,
পড়লে হাতে এই পুলিশের দেখবে লাল দালান।
সৎ-মানুষের বন্ধু আমি, অত্যাচারীর বিষ।
আমি পুলিশ,
ও ভাই, আমি পুলিশ।
জনগণের সুখ-শান্তি-শৃঙ্ক্ষলাতে জীবন রাখি বাজি,
প্রয়োজনের কালে আমি জীবন দিতেও রাজি।
দেশকে ভালোবেসে আমি কাটাই অহর্নিশ।
আমি পুলিশ,
শুনো, আমি পুলিশ।
'ভদ্র' আমি কথা ও কাজে থাকি অহরহ,
উর্দ্ধতনের সঠিক কথার আমি 'আজ্ঞাবহ',
সু-রাষ্ট্রের 'অনুগত' থাকতে আমায় দিস।
আমি পুলিশ
ওরে ভাই, আমি পুলিশ।
আমি হলাম প্রশিক্ষিত, 'বুদ্ধিমান','সাহসী',
কাজে এবং কর্তব্যেতে 'দক্ষতা'ও বেশি।
তবুও, ও ভাই! কেনো আমায় মিছে করো 'টিস'?
আমি পুলিশ।
জনগণের বন্ধু আমি, নইতো রে 'ফুলিশ'!
আমি পুলিশ,
আহা! আমি পুলিশ।


২৯/০৬/২০২২
মিরপুর, ঢাকা।


P-Polite- ভদ্র
O-Obedient- আজ্ঞাবহ
L-Loyal- অনুগত
I-Intelligent- বুদ্ধিমান
C-Courageous- সাহসী
E-Efficient- দক্ষ