আমরা কখনো পারি না নিজের ইচ্ছাকে বেছে নিতে;
সমাজের ভয়ে, মানুষের ভয়ে, লজ্জার ভয়ে। শুধু
গোপনে গোপনে হতাশায় মরি, অপূর্ণতার মাঝে।
মানুষজীবন শিশিরের মতো ক্ষুদ্র-ক্ষণস্থায়ী,
তবুও মানুষ অবসর ক্ষণে মরন-কথায় বুঁদ
হয়ে রয়; সর্বদা পরস্পরের সাথে কানাকানি,
অবহেলা করে সুখ ও শান্তি- এ মন যা কিছু চায়'।
ভোগের বস্তুকে যতোই ছুঁড়ে ফেলি, করে অবহেলা
                    মানুষ-মনের ভালোবাসা রাখি দূরে,
প্রবল তাড়নে মনের গোপন ইচ্ছা-পাখিটি কাঁদে,
                    জীবন-বিস্বাদ বেদনাবিঁধুর সুরে।
অপূর্ণতার কষ্টকে নিয়ে চিরতরে যাবো চলে,
হৃদয় খুলেতো বলা হলো নাকো কখনোই কোন ছলে.
পরানের তলে ভালোবাসা জ্বলে বিশাল পৃথিবী ঘিরে।
নিগূঢ় সত্যি বলছি প্রিয়তি, আবেগের এ জীবন,
যত অশোভন হোউক না কেন, তাতেই স্ফুরণ ঘটে
জীবনের কথা, সফল বারতা, সুখময় সমৃদ্ধি।
মানুষের সকল না পাওয়াগুলো হারানোর পথে, আজ
নিরাশা-অনল-দহন দাহনে অসীম কৌতূহলে
ছুটে চলে, শুধুৃ অজানার পথে অদ্ভুত ত্রস্ততায়।
জীবন মানেই সাফল্য, জেনো, জীবন মানেই সুখ;
ভোগ ছাড়া সুখ খোঁজে কোন জন, এ ভোগ্য পৃথিবীতে?
খাদ্য ও ভোগ পাশাপাশি চলে পরস্পর হাত ধরে।
ভোগের জগতে ডুব দে রে মন, আনন্দ খুঁজে নিতে।
জীবনকে আনন্দময় করো সংগ্রামে সংগ্রামে,
প্রেম আর ইচ্ছাকে পুরে নাও পরিপূর্ণতার খামে।


০২/০৯/২০১৮
মিরপুর, ঢাকা।