(আমি) ভালোবাসি তোরই হাসি,
বাসবো ভালো জীবন ভর;
ইচ্ছে হলেই রাখিস রে তুই
অন্ধ প্রাণের সেই খবর।
সন্ধানে তোর ছাড়লাম বাড়ি,
বন্ধু-বান্ধব, স্বজন-সুজন,
অকুল সাগর ধরলাম পাড়ি
সাম্পানে নেই খুঁদ-আয়োজন।
তুই যে নিদয় তাই সদা ভয়
কখন আমায় করিস রে পর।
তোর রূপেতে মজে আমি
পাগল হলাম হে প্রিয়তি,
সমতলে আসলে নেমে
হবে কি তোর খুবই ক্ষতি?
ইষ্ট নামের মিষ্টি রে তুই
মন দিয়ে যে তোরই মন ছুঁই
পেলে তোরে হৃদয় ঘরে
থামতো মনের তুমুল ঝড়।


২১/০৩/২০২০
মিরপুর, ঢাকা।