যখন হতাশা ঘিরে চারিদিকে, নামে অন্ধকার!
তখন তোমার হাসি নিয়ে আসে আলোর পাহাড়;
নিয়ে আসে সমুদ্রের মনোহর জলরাশি ধারা,
বনানীর শীতলতা; হাসে মৃত্তিকার বসুন্ধরা।
অনাবিল ভালোবাসা জগতের শ্রেষ্ঠ উপহার,
পরাস্ত জীবনে এসে সৃষ্টি করে নব আকাঙ্ক্ষার।
মৃতপ্রাণ জেগে ওঠে, কল্পলতা ধরে বেঁচে থাকে;
দীপ্ত পদভারে হাঁটে সকল অসম দুর্বিপাকে।


মেঘের আড়ালে হাসে অনির্বাণ দিনমণি-বিভা;
চিরন্তন সত্য জেনে আমাদের সমস্ত প্রতিভা
অবিরাম বিকশিত হোক মুক্ত প্রাণের উল্লাসে;
হেমন্ত-শিশির জল প্রভাতের মুক্তো হয়ে হাসে।
মানুষের অন্তহীন দুর্যোগের জীবন যাপন,
কোমল পরশ পেলে হয়ে যায় চির সমাপন।


০৫/১২/২০২২
মিরপুর ঢাকা।