'আমি' আর 'তুমি' ছাড়া হয় না কবিতা!
তবু, লিখে যাই মানবিক কথা-
ক্ষুধা-যুদ্ধ-প্রেম-দ্রোহ- মানুষের গান।
কত কিছু নিয়ে লিখি কবিতার কথা,
ইনিয়ে বিনিয়ে, শব্দের পেছনে শব্দ দিয়ে।
একদিকে জ্বলে রোহিঙ্গাদের ঘরবাড়ি,
ভালোবাসা, নান্দনিক মানবিক প্রেম;
আর দিকে চলে মানুষের আহাজারি।
ক্রমেই বিরান হচ্ছে কবি আলাওলের আরাকান,
দৌলত কাজীর 'সতী ময়না ও লোর চন্দ্রানী'-
পুরে যাচ্ছে সে সকল ধর্মনিরপেক্ষ প্রণয়কাহিনী।
নাফ নদী বয়ে যায়, রক্ত প্রবাহমান বঙ্গোপসাগরে।
ভাটির টানে যে রক্তের বীজ গিয়েছে সাগরে ভেসে,
একদিন জোয়ারের জলে ফিরে আসবে সে-
তেজোদৃপ্তের প্রচণ্ড বলিষ্ঠতা নিয়ে।
একটি জাতিকে নিশ্চিহ্ন করার পাঁয়তারা
সফল হয় না কখনও;
ফিরে আসে ফের ভয়াবহ রূপে,
অত্যাচারিকে হত্যার অভিপ্রায়ে;
নিপুণ কৌশলে ফিরে আসবেই।
ইতিহাস সাক্ষী –
কখনো বিফলে যায় না রক্তের দাম-
টান টান উত্তেজনা,
ধনুকে লাগাও তীর!
মনস্থির করো বীর!
গেয়ে যাও তুমি জীবনের জয়গান।
মনে রেখো, রক্তের মাসুলে মুক্ত হবে-
রোহিঙ্গার মাতৃভূমি আরাকান।


২৯/০৯/২০১৭
মিরপুর, ঢাকা।