চাকরি পাবার ভাইভা দিতে পত্র পেলো খামে,
ট্রেনে চেপে যাচ্ছিলো সে ঢাকা টু লাকসামে।
কামরাতে এক অন্ধ ফকির ধরলো বাউলা গান,
শুনতে শুনতে আচ্ছন্নতায় ব্যাকুল হলো প্রাণ।
গানের দেশে ঢুকে পড়ে ভাবনা সকল ভুলে,
অনুভূতি গ্রাস করে তার গানের কথার মূলে।
ভুলে গেলো ট্রেনে চড়ে যাচ্ছে ভাইভা দিতে,
গানের ভেতর ঢুকে পরে কায়মনঃচিতে।


চাকরিপ্রার্থী বুঝতে পারে শেষ হয়েছে গান,
তখন দেখে পার হয়েছে লাকসাম ইস্টিশান।
এরই নামই বাউলা গীতি, সৃষ্টি হয় আবেশ,
চাকরি পাওয়ার ভাইভা দেয়া আপাততঃ শেষ!
বাউলা গানের কথার সুরে হৃদয় আত্মহারা,
ভক্ত দেখে আরশীনগর, মনটা হয় একতারা।


১৬/০১/২০২১
মিরপুর, ঢাকা।