কবে যে এমন হবে!
প্রতিটি সজ্জন সচেতন মানুষের মনে
পৃথিবীর ত্যাঁদর, তুখোড়
       রাজনীতিকের চঞ্চল চেতনে
এই বোধ জন্ম নেবে-
'মানুষেরা মানুষের জন্য'।
কূটিল রাজনৈতিক আদর্শের নামে
স্বার্থবাদীর অর্থনৈতিক মোহময়
      লোভাতুর ক্রিয়াকৌশলের নামে
একটি বুলেটও ছোঁড়া হবে না
মানুষ সংহারে।
এ পৃথিবী হবে শান্তিময়
এ পৃথিবী হবে মানুষের স্বস্তির আবাসস্থল।
ক্ষুধাহীন সেই অনাগত সুন্দরের কামনায়
এসো, হাতে হাত রাখি
হৃদয়ে হৃদয়
উত্তুঙ্গ ভালোবাসার রোশনাই ছড়াই
অকাতরে প্রফুল্ল মননে
    পরস্পরে মনোরম বিশ্বাস বিলিয়ে যাই।
বিস্তৃত ধ্বংসলীলার যুদ্ধ-বিগ্রহের
           তৃতীয় মহাসমর নেমে এলে
শত্রু ও মিত্রের লাশ যাবে না ফারাক করা।
বিজ্ঞানের সব উৎকর্ষতা ভোজবাজি হবে
নদী ও পাহাড় হবে একাকার!
মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য
যতো বুলেট মজুত আছে
যতো মারণাস্ত্র, ধ্বংসাত্মক বোমা আছে
মানুষ নিধনে যতো প্রযুক্তি আছে
এসো, নিষ্ক্রীয় করে ফেলি
আমাদের এই জীবনের প্রয়োজনে।
পৃথিবীটা হোক মানুষের স্বপ্নবুননের স্থান-
বিশ্বাসের, প্রেমের, স্বস্তির।    


০২/০৩/২০২২
মিরপুর, ঢাকা।