সাদা-কালো মেঘগুলো পাল তুলে দিয়ে
ধীরে ধীরে বয়ে যায় আকাশ রাঙিয়ে।
        মাঝে মাঝে অভিমানে
        নেমে আসে ধরা পানে;
বাদলের জলে যায় খুকুকে ভিজিয়ে।
আষাঢ়ের মেঘগুলো খুব বড় 'ইয়ে'!


বৃষ্টির খেলাগুলো অতি মনোহর!
খুকুমনি বসে দেখে সারাদিন ভর।
        জানালার পাশে বসে
        চেয়ে থাকে অনিমেষে;
বিদ্যুত চমকেতে পায় শুধু ডর!
বজ্রেরা বলে ওঠে, 'খুকু, সর, সর'।


আষাঢ়ের মেঘ এক চঞ্চল মেয়ে,
পৃথিবীতে ক্ষণে ক্ষণে ছুটে আসে ধেয়ে।
        ছোট কাকা, বড় মামা
        পথঘাট, লাল জামা;
সবকিছু ভিজে যায় খুকু থাকে চেয়ে।
ওদিকে টিনের চালে গান যায় গেয়ে!


কিশোরেরা দলে বেঁধে করে জলকেলি,
পুকুরে সাঁতার কাটে দুই হাত মেলি'।
        সুখ যেন ঝরে পড়ে
        শিশুদের অন্তরে;
রাগ-অভিমান সব যায় তারা ভুলি';
শিশু-কিশোরের মনে নেই দলাদলি।


বৃষ্টির জল এসে ধুয়ে নেয় সব,
হাসাহাসি হইচই ওঠে কলরব।
        এমন বাদলদিনে
        থাকিস না উদাসিনে;
মিলেমিশে জীবনের হোক উৎসব!
আষাঢ়ের বৃষ্টিতে ভেসে যাক সব।


০৫/০৭/২০২২
মিরপুর, ঢাকা।