এক আকাশ আশ্চর্য ঘন অন্ধকার!
সন্তর্পনে ঘিরে আছে মনন তোমার।
অনাদি রহস্যময় শূন্যতাকে নিয়ে,
তপ্ত স্টেশনের দুপুররোদে দাঁড়িয়ে
আছি। কর্মব্যস্ত দুনিয়ার প্লাটফর্মে,
কোলাহলে। এ জীবন-যাপনের কর্মে।
অন্ধকার লুপ্ত হলে, আলোর শহরে
হেঁটে যাবো, গান গাবো; হাতে হাত ধরে।
শিহরিত রক্ত, তপ্ত; যৌনতাবিহীন!
সূর্য-সচেতনে কেটে যায় প্রতিদিন।
নেই কোন উচ্ছ্বাসের নিবিড় পিরিতি,
সত্তার গহনে ভাসে নিরর্থক স্মৃতি।
তীব্র, তীক্ষ্ণ, দুঃসাহসী মানুষ জীবন
পারলো না হতে আর পাখির মতন।


০১/০৭/২০২২
মিরপুর, ঢাকা।