ধৈর্যের ঘরে ডাকাতি হয়েছে, সময় বড়োই কম,
এক লাফে চাও করতে যোজন পন্থের অতিক্রম।
মোহময় পথে লাফাতে লাফাতে পিছে রহো বারেবারে।
পড়ে থাকো তাই গিরিখাত মাঝে- নিঝুম অন্ধকারে,
শোনো, হে মানুষ! 'ইন্নাল্লাহা মা আস সোয়াবিরিন'-
ধৈর্যশীলের সাথেই আল্লা থাকেন চিরটি দিন।
পৃথিবী একটি তেলমাখা বাঁশ পিচ্ছিল বড়োই সে,
যতো তুমি চাবে অগ্রে চলিতে, ততোই রহিবে পিছে।


ধরণী শূন্য, বিশ্ব শূন্য, শূন্য জীবনধারা,
শূন্যের মাঝে শেষ হয়ে যাবে, কেনোবা আকুলপারা!
শূন্যতাকেই পূর্ণ করো হে, ভালোবাসা-প্রেম দিয়ে,
সম্মুখ পানে ধীর লয়ে চলো ধৈর্যকে সাথে নিয়ে।
হায় রে জীবন! সামনে মরণ, চির সত্যের বাণী,
তবুও যে দ্রুত চাহো যে অমৃত, করে শত রাহাজানি।


২০/০৪/২০১৯
মিরপুর, ঢাকা।