কখনো ধৈর্য হারিয়ে ফেলো না প্রতিশোধ নিতে তুমি,
কাজে মনোযোগ, লক্ষ্যে স্থিরতা নিশ্চিত জয়ী হবে;
শত্রু-হননে অস্থির হয়ে করো না গোঁয়ার্তুমি,
ধৈর্যশীলের সাথে প্রভু রয় সকল অসম্ভবে।
তিনিই সত্য করবে রক্ষা, তাতে নেই কোনো ফাঁকি,
অত্যাচারীর সকল শক্তি নাশের ক্ষমতা তাঁর;
আবু জেহেল ও আবু লাহাবের ইতিহাস জানো নাকি?
ভেঙেছে তাদের অসুর-শক্তি এবং অহংকার।


ধৈর্যশীলের সাথে র'ন তিনি- এ আল্লাহর বাণী,
শিষ্টতাহীন দাম্ভিকতায় শঙ্কার কিছু নাই;
অসুর-শক্তি নাশতে তোমরা মিছে করো কানাকানি,
সঠিক সত্য জাগবেই জেনো অসত্য উপড়াই।
এক জিন্দাল অথবা শর্মা কিইবা করতে পারে?
আস্তাকুঁড়ের বাসিন্দা তারা জগতের সংসারে।


২০/০৬/২০২২
মিরপুর ঢাকা।