কেউ একজন আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করেছিলো-
বলো, ভালোবাসার রঙ কি?
কিছুই বলতে পারিনি তারে,
মনের ভেতরে জেগেছিলো যতো কথা,
নিরবতা এসে চাপা দিয়ে গেলো।
আহা রে!
আকাশ পাতাল তোলপাড় করা প্রবলতর ঢেউ
প্রচণ্ড আক্রোশে আছড়ে পড়েছিলো মনের গহীনে
দেখলো না তা কেউ।
নির্লিপ্ত নয়নে উদাস পরানে তাকিয়েছিলাম দূরে
একটি কাঁচা তরুণ বাঁশের 'পরে;
রং তার চিরকাল অনন্ত সবুজ।


এখনো শরীরে অনাবিল উষ্ণতা জাগে ,
যদি, সন্দেহ হয়, তবে স্পর্শ করে দেখো,
অন্তহীন সুখের পরশে কাম-কাঙ্খিত এ শরীর
থরথর কেঁপে উঠে,
বাঁশের চিরল সূক্ষ্ম পাতা যেনো।
বন্ধু, মনে রেখো, বিস্তৃত সাগরে এক বিন্দু জল নও,
তুমি এক বিন্দু জলের ভেতরে অথই সাগর।
আমি যে সাগরে আমরন ভাসতে চাই,
আমি যে সাগরে জলকেলি খেলতে চাই,
আমি যে সাগরে ডুবে যেতে চাই।


১৫/১০/২০১৮
মিরপুর, ঢাকা।