সব আছে ঠিক, ঠিকঠাক মতো,
        যেমন থাকার কথা;
আমি ঠিক নেই, বুঝেছি আমার
        অন্তরে ব্যাকুলতা।
আমি শুধু চাই- আমার মতোন
        হোক সবকিছু; তাই,
প্রেমে ও দুঃখে, হাসি-কান্নায়
        আপনাকে খুঁজে যাই।
স্বাতন্ত্রতার মাঝেও যে বাজে
        ঐক্যবদ্ধের সুর,
বৈচিত্রতার ভেতরে বিরাজে
        লালিত্য সুমধুর।
ভুলে যাই সব, আপনায় খুঁজি
        আলোকের ঝলকানি,
অপ্রাপ্তি নিয়ে ভেসে যাই শুধু,
        ঝরাই চোখের পানি।
মানুষের প্রেম চাহে শুধু হেম
        শরীরের ভাঁজ ছেনে,
ফুল-মঞ্জুরী রূপ সঞ্চারী
        দুঃখ আনে যে মনে।


২২/০৯/২০১৯
মিরপুর, ঢাকা।