থেমে গেছে মাঝিদের ভাটিয়ালী সুর,
কুপি নিভিয়ে ফেলেছে মাঝিরা নৌকার;
সমস্ত হাটুরে চলে গেছে বহুদূর,
চারিদিকে ঘুটঘুটে ঘন অন্ধকার।
জেলেগণ জাল ফেলে বসে আছে নায়,
সুনসান এই ক্ষণে কেউ নেই কাজে;
প্রকৃতি বড়ো নিস্তব্ধ- ঝিম ধরা বায়
ঝিঁ-ঝিঁদের ঝিঁ ঝিঁ তান একটানা বাজে।


এই সময় কে তুমি, জলে দিলে ডুব?
জলের ভেতরে খেলে জীবনের আলো;
আঁধারের নিস্তব্ধতা- একেবারে চুপ;
সেন বাড়ীর মেয়েটি পরান জুড়ালো।
রাত্রি জানে, নদী জানে, জানলো না কেউ;
ভোরের আলোতে জাগে মরনের ঢেউ।