আয়, হেমন্ত পাখা মেলে।
শিশির মেখে ধানের শীষে
        আয়রে নবীন হেলেদুলে॥


রবির কোমল করোজ্জ্বলে
উঠ্ রে জেগে হাসির ছলে
কুড়োবো যে চমকগুলো
        সাগরতীরের উপকূলে॥


পরিযায়ী পাখিদলে
আসে শীতের প্রদোষ ঠেলে
হৃদয়তলে উষ্ণতা তার
        তাই, সে নাচে পরান খুলে॥


আয় নিয়ে তোর সুখেররাশি
তারার কিরণ, চাঁদের হাসি
উড়িয়ে দে বায়ুর তোড়ে
        দে ছড়িয়ে নদীর কূলে॥


০৫/১১/২০১৯
মিরপুর, ঢাকা।


(গীতিকবিতা)