ওরা অতি সাধারণ, গ্রাম থেকে শহরে এসেছে-
ব্যস্ত কূটিল শহর! অপরূপ রূপ নিয়ে নয়;
পায়ের কারিশমা লয়ে। আজ সবে বিস্ময়ে দেখেছে
নৈপুণ্যের কীর্তিকলা! অধরাকে করেছে বিজয়।
সাবিনা কৃষ্ণা সানজিদা আঁখি স্বপ্না শিউলি মনিকা
সামছুন্নাহার রুপনা আনুচিং মারিয়া আনাই...
যেন গল্পের নায়িকা! বাঙালির চিত্ত অহমিকা!
দুরন্ত বাঘিনী তারা; টুপিখোলা স্যালুট জানাই।


শত মানসিক চাপ- সমাজের অশ্লীল টিপ্পনী!
লড়াকু মননে ওরা অবহেলা করে গেছে সব;
জীবন-যুদ্ধের মতো লড়ে গেছে। ওরাই অগ্রণী!
আজ মেতেছে সবাই জয়োল্লাসে, বিজয় উৎসব।
ছাদখোলা বাসের রেলি বিজয়ের প্রথম সাম্পান;
দীর্ঘ পথের যাত্রায় ছুটে যাবে দুর্বার, অম্লান।


২৩/০৯/২০২২
মিরপুর, ঢাকা।


১৯ সেপ্টেম্বর, ২০২২ সাফ নারী ফুটবল ফাইনালে বাংলাদেশ ৩-১ গোলে নেপালকে হারিয়ে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করে। সেই সকল খেলোয়ারদের প্রতি সম্মানস্মারক স্বরূপ এ লেখা।