কানু চাচার মেয়ে ভানু বয়স বার মাত্র,
এরই মাঝে কানু চাচা খুঁজেন বিয়ের পাত্র।
সাত কেলাসে পড়ছে ভানু নাদুস-নুদুস দেহ,
মনটি যে তার কোমল-শিশু দেখছে না তা' কেহ।
অনেক খুঁজে পাইলো ছেলে চাকরি ভালোই করে,
থাকবে সুখে ধনে-জনে এমন স্বামীর ঘরে।
যেমন ভাবা কানু চাচার তেমনি হলো বিয়ে,
ভানুকে তার বর নিয়ে যায় মোটর গাড়ি দিয়ে।
বছর পরে ভানু আসলো কানু চাচার ঘরে,
শুকিয়ে সে কাঠ হয়েছে বাচ্চা পেটে ধরে।
ছিলো নাদুস-নুদুস, এখন শুকনো কাঠের চ্যালা,
এমন গল্প হরহামেশা বাংলাদেশে ম্যালা।
ভানুর দুঃখে বৃক্ষ কাঁদে আরো কাঁদে ফুল,
কানু চাচা ভাবছে বসে করছি কতোই ভুল!
'বাল্যবিয়ে দিয়ো না আর', বলছে কানু চাচা,
'অকালঝরার হাত থেকে আজ সব ভানুদের বাঁচা'।


১২/০১/২০২২
মিরপুর, ঢাকা।