চপল চরণ তালে    সোনালী যৌবন কালে
      জীবনে সে এসেছিলো অনন্ত অঙ্গনা!
দীঘল বরষ শেষে   বর্তমানে দেখে এসে
      মরণ যন্ত্রণা বাড়ে; সে যেন রঙ্গনা।


কালের কথায় আজি    সকলই সহিতে রাজি
      বিসর্জন দিয়ে যায় কামনা বাসনা;
সুখের বদলে হায়!    স্বস্তির পরশ চায়  
      নিরিবিলি ত্যাগ করে সকল রসনা।

জগতের সুখরাশি    প্রত্যহ যেতেছে ভাসি
     নিরুপায় চেয়ে থাকে বিষন্ন চেতনে;
দুঃসহ জীবন তার    কেঁদে যায় বেশুমার
      হতাশায় বেঁচে থাকে দুঃখবোধী মনে।


০৮/০২/২০২৩
মিরপুর ঢাকা।