আনন্দে উদ্বেল জাতি, আজ তাঁরা হাসে;
দীপ্তিময় প্রাণের উল্লাসে।
পিতার নির্মম মৃত্যু, হতাশায় কেঁদেছিলো যারা,
আজ তাঁরা মনোহর, সুখের পরশে আত্মহারা।
সে সকল বাঙালির আনন্দাশ্রু-জল
বাধ ভাঙা নদী হয়ে ছোটে উতরোল;
পদ্মার পানিতে মিশে হয় একাকার।
বলো, এ অশ্রুর বন্যা রোধে সাধ্য কার?
যারা পঁচাত্তর দেখেনি; জানে না একাত্তর!
অনাবিল আনন্দতায় তারাও নেচেগেয়ে যায়।
প্রার্থনায় প্রার্থনায় মসজিদে, মন্দিরে-গির্জায়
শুধু শুভকামনা জানায়।
বাঙালি মনের অহংকার
স্বপ্নময় পদ্মাসেতু, মজবুত প্রতিটি পিলার।


২৫/০৬/২০২২
মিরপুর, ঢাকা।