জন্ম আমার বাংলাতে, বাংলায় বসতি,
বাংলাতো মায়ের ভাষা সুন্দর সে অতি।
আরবি ফারসি হিন্দি কতো ভাষা আছে,
সব ভাষা তুচ্ছ যে মাতৃভাষার কাছে।
মাতৃভাষা মধুমাখা জুরায় এ মন,
চাহি না এ দেশ ছেড়ে বিদেশে গমন।
বাংলা ভাষা মিষ্টি ভাষা এই পৃথিবীতে,
এই কথা মনে এলে সুখ আসে চিতে।


কবি আব্দুল হাকিম সত্য বলে যায়-
যে জন মাতৃভাষাকে নিন্দে দুনিয়ায়,
তার জন্ম, কার জন্ম নির্ণয়ে কঠিন;
জন্ম হলেও বঙ্গেতে সেতো অর্বাচীন।
পৃথিবীর সব ভাষা ঈশ্বরে বোঝেন,
গুণিজনে বলে যায়, কিতাবে খোঁজেন।


১০/০২/২০২১
মিরপুর, ঢাকা।