প্রিয় বাংলাদেশ
ফারহানা আলী মিষ্টি
-----------------------------------------------------------
দেশটা যদি একটা রুটি হতো,
আধেক ছিঁড়ে দিতেম একে,
আধেক দিতেম ওকে,
ওরা তাহাই পেটটা পুরে খেত।


দেশটা যদি হতো একটি শাড়ী,
কাচি খানা চালিয়ে দিতাম মাঝ বরাবর তারই।
একটি খণ্ড দিতেম একে, অন্যটুকু ওকে,
ওরা গায়ে জড়িয়ে নিতো, থামতো কাড়াকাড়ি।


কিন্তু এ দেশ নয়কো শাড়ী, নয়কো আটার রুটি,
বুকের মাঝের হৃদয় এ দেশ, যায়না কাটাকুটি।


হৃদয় কি আর ভাগ করা যায়?
যায় কি তারে ছেঁড়া?
হৃদয় নয়তো চাষের জমি,
যায় না দেয়া বেড়া।


মারামারি, কাড়াকাড়ি থামাও এবার বেশ,
সবাই মিলে এক হয়ে যাও,
বাঁচুক বাংলাদেশ।


২১/০১/২০১৫.


(আমার একজন কলিগ- ফারহানা আলী মিষ্টি মাঝে মাঝে কবিতা লিখেন। আজকে তিনি একটি কবিতা লিখেছেন। কবিতাটির চেতনা আমার কাছে খুবই ভালো লাগলো। তাই, ছন্দের প্রয়োজনে কিছুটা সম্পাদনা করে, আসরের কবিদের সাথে শেয়ার করলাম। ভুল হলে ক্ষমা করবেন।)