বাংলাদেশের হৃদয় জুড়ে তোমার অবস্থান,
ভালোবাসায় আজও আছো জাতির বিবস্বান;
শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব তুমি
দাসত্ব-শৃঙ্খল ছিঁড়তে গেয়েছিলে গান।


জেল খেটেছো দীর্ঘ সময় বর্বব হায়েনার,
ত্যাগ-তীতিক্ষার মূর্ত প্রতীক নেতা জনতার;
শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব তুমি
সবুজ শ্যামল দেশের ছবি, নদীর কলতান।


আন্দোলনের রণাঙ্গনে তুমিই ছিলে বীর,
আপোষহীন সংগ্রামে তোমার উচ্চে ছিলো শির;
শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব তুমি
বাঙালিদের রাখাল রাজা, অমৃতের সন্তান।


যুদ্ধজয়ের মহানায়ক! শক্তি প্রেরণার,
তোমার নামেই অস্ত্র ধরে সন্তান বাংলার;
শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব তুমি
অকুতোভয় শ্রেষ্ঠ মানুষ জানলো বিশ্ব-প্রাণ।


পরাজিত শত্রু-ঘাতক বড়োই নিঠুর ছিলো,
রাতের অন্ধকারে তোমার প্রাণটি কেড়ে নিলো;
শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব তুমি
বাংলাদেশের স্বাধীনতা তোমার অবদান।


২৭/১২/২০২২
মিরপুর, ঢাকা।