আসর দিয়েছে
     বন্ধু অনেক,
          আসর দিয়েছে শক্তি;
আসর দিয়েছে
     মানুষের তরে
          মানুষের শত ভক্তি!


আসরে পেয়েছি
     পরম মুক্তি
          বলতে মনের কথা,
আসর নিয়েছে
     নিজগুণে শুষে
          জীবনের ব্যাকুলতা।


আসর জ্বেলেছে
     প্রাণের ভেতরে
          দীপ্ত প্রদীপরাশি,
'বাংলা-কবিতা'
     আসরকে তাই,
          অনুভবে ভালোবাসি।


বেঁচে থাকো তুমি
     যুগ যুগ ধরে;
          এখনো যারা নবীন,
তোমার জমিনে
     হেঁটে হেঁটে হবে
          সম্মৃদ্ধ একদিন।


০৩/০৮/২০১৮
মিরপুর, ঢাকা।