বলেছিলো সে, 'নন্দিনী, জগতের মাঝে
অনুপম রূপবতী! পার্থিব জীবনে
অলকানন্দার মোহ; গোধূলির সাঁঝে
অপরূপ রূপ নিয়ে পশ্চিমের কোণে
ঝলকিত আগুনের বিভাবরী আনো।
সমুদয় জীবনের পুষ্পকান্তি ফাগ-
অলক্তরাগ অধরে; প্রতিদিন টানো
সুধাংশুর ভনিতায় সমু্দ্রের রাগ'।


বাণিজ্যিক বাণীগুলো সাগরের ফেনা
হয়ে সুদূরে মিলায়, স্বার্থময়তায়
ধুরন্ধর সে এখন, নিতান্ত অচেনা
হয়ে ভুলেছে অতীত, কী অবলীলায়!
চিরদিন এক দশা কাহারো থাকে না,
এ কথার যথার্থতা কেহই রাখে না।


২৩/১০/২০১৮
মিরপুর, ঢাকা।