বারমাসি গাইবো রে আজ ওরে ভোলা মন।
(বছরের) মাস বারটি আসে যেন হয়ে প্রিয়জন॥


বোশেখ মাসের ঝড়ের তোড়ে আম কুড়ানোর ধুম,
জ্যৈষ্ঠ মাসের মিষ্টি কাঁঠাল খেলেই আসে ঘুম।
আষাঢ় মাসের নবীন জলে শীতল হয় রে মন॥


শাওন মাসের বৃষ্টিজলে শিশু-কিশোর নাচে,
ভাদর মাসে শাপলা শালুক মাঠ জুড়ে সব হাসে।
আশ্বিনেতো মেঘের সাথে দোলে কাশের বন॥


কার্তিকেতে  খালে বিলে মাছের আনাগোনা,
অঘ্রানেতে  ভরা মাঠে আমন ধানের সোনা।
পৌষে আসে শীতের পিঠা আনন্দেরই ক্ষণ॥


মাঘের শীতে খেজুর গাছে রসের নহর বয়,
ফাল্গুনেতে কোকিলেরা প্রেমের কথা কয়।
চৈত্র মাসের চাঁদনি রাতে খেলার আয়োজন॥


১৭/০২/২০২১
মিরপুর, ঢাকা।


(গীতিকবিতা)