গিন্নি দিয়েছে হাতে বাজারের ফর্দ,
ঠিকঠাক পালনেতে আছে কোন্ মর্দ!
চাল-ডাল-আটা এনো, চিনি-সুজি-নুন,
সর্ষের তেল এনো, পিয়াজ, রসুন।
গরু-খাশির মাংস, মুরগী, ইলিশ,
আলু-কপি-ঝিঙে এনো, কলা, কিসমিস।
আদা-জিরে-লঙ্কা ও এনো ডাঁটা-পুঁই,
সীম-মূলা, পটল ও শোলমাছ, রুই।
মলামাছ, তেলাপিয়া, টেংরা ও পুঁটি,
ধার দেখে কিনে এনো একখানা বটি।
ঢেঁড়স-কুমড়া, এনো লম্বা বেগুন,
পান-খয়ের-সুপারী, ঝিনুকের চুন।
আপেল-কমলা, বেল, রুটি-চানাচুর,
আনারস-মাল্টা, খেজুর ও আঙুর।
গুড়োদুধ-চিনি এনো, সন্দেশ, দই,
পেয়ারা, বাদাম, মুড়ি-মুড়কি ও খই।
সাবান-শ্যাম্পু এনো, গুড়, বিস্কুট,
কেওড়ার জল এনো, লেবু, আখরুট।
হাঁড়ি-পাতিল-খুন্তি, কড়াই ও তাওয়া,
ছুরি-কাঁচি, প্লেট আর মিষ্টি ও মেওয়া।
কিনে এনো সবকিছু লাগে সংসারে,
বলো, তুমি ছাড়া আর বলবো যে কারে?
হাতে যদি টাকা থাকে করি নিবেদন,
সবশেষে, কিনে এনো বড় প্রয়োজন।
খোপায় পরায়ে দিবে ভালোবাসা দিয়ে,
একখানা গোলাপের কলি এনো, প্রিয়ে।


১০/০৩/২০২২
মিরপুর, ঢাকা।
কৃতজ্ঞতা- শ.ম. শহীদ