জীবনের বেলাশেষে, চেয়ে দেখি অবশেষে,
যত কিছু পেয়েছি যা, কখনওবা চাইনি তা',
চাওয়া পাওয়ার দোলাচলে দোলে গেছি মহিতলে,
শুধু শুধু মিছেমিছি অর্থহীন বেহুদা।
এসেছিলো জীবনে যা', রাখিনিগো যতনে তা',
অবহেলা করে গেছি নিয়মিত তুচ্ছতায়!
হারা-ধন পেতে মন খুঁজে ফেরে ব্যাকুলতায়।
অন্তরের অন্তরে আশাগুলো সন্তরে,
বারেবারে বেজে উঠে বিরহের সুরধ্বনি!
গোপনের গোপনেতে পুড়ে যাই দিনে-রাতে,
পুড়ে পুড়ে ছাই হই আমরা যে প্রতিদিনই।
স্বার্থের লালসায় চরাচর পুড়ে যায়,
ভাবে না কেউ কখনো তা' বলে না যে কাহারেও,
ধুলি সম 'উড়াধুরা' জীবনের স্বপনেরা,
উড়ে যায় দূর পথে জীবনের সংঘাতে,
দেখে যায় সকলে তা', বলে না কেউ- আহারে!ও।


১১/০৬/২০১৮
মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা।