আকাশে মেলেছো পাখা জলের মেয়েরা,
তার সাথে তুলে নাও বাতাসের কলি;
কতো নামে নেমে এসো ঘূর্ণির ফোয়ারা-
চপলা, নার্গিস, সোবা, ফণী ও তিতলি।
মেঘের চাতালে মেঘ সকৌতূকে খেলে,
শানানো বিজলী-বজ্রে হেঁয়ালি ঘুচায়;
ক্ষরতার নৃত্য চলে সাগরের জলে,
ফুলের রেণুর গন্ধ ঝড়ে মুছে যায়।


ঊনত্রিশে এপ্রিলের বে-নামী তুমি হে,
বাংলাদেশে নেমেছিলে দুরন্ত উচ্ছ্বাসে।
লাশের উপরে লাশ! স্তম্ভিত মানুষে;
তবুওতো বেঁচে আছি অপার বিশ্বাসে।
যতো জোরে আসো তুমি প্রবল প্রতাপে
ততো জোরে হেঁটে যাই প্রেমের প্রচাপে।


০৩/০৫/২০১৯
মিরপুর, ঢাকা।


২৯শে এপ্রিল, ১৯৯১ বাংলাদেশের দক্ষিণপূর্ব উপকূলীয় অঞ্চলে প্রায় ২৫০কিমি বেগে ঘূর্ণিঝড় হয়। ঐ ঘূর্ণিঝড়ে প্রায় ১ লক্ষ ৩৮ হাজার মানুষ নিহত হয়। সে সময় আমি চট্টগ্রামের হালিশহরে ছিলাম। পুরো ঝড়ের তাণ্ডবতার কথা স্মরণ করলে, এখনো গা শিউড়ে উঠে।