ভালোবাসাহীন মানুষ জীবন তুচ্ছ কীটের মত
চলমান এই পৃথিবীর বুকে বেঁচে থাকে; অবিরত
দুঃখ-কষ্ট, আনন্দহীন জীবনের ধারাপাত
মৃত্যুর দিকে ধীরে ধীরে চলে। যেন অভিসম্পাত,
অভিশপ্তের মানুষ-জীবন ধরার ধূসর বুকে!
নিদারুণ দুখে হাহাকার করে সুখ না পাওয়ার শোকে।
মানুষেরা চায় একটু স্বস্তি, একটু পিরিতি মায়া,
আদরে মাখানো সুশীতল প্রেম, অনাবিল সুখ ছায়া।
অমিয় ধারার স্বর্গীয় প্রেম পৃথিবীতে এসে যদি
মানুষের মাঝে প্রবাহিত হয় অবিরাম, নিরবধি;
অনুপ স্বর্গ-সুবাস ভুবনে তখন আছড়ে পড়ে,
সুখের পুষ্প প্রত্যহ ফোটে মানুষের ঘরে ঘরে।
তখন তুচ্ছ অর্থ-বিত্ত, সমস্ত বিলাসিতা,
মর্ত্যে-মাটিতে নেমে আসে যেন
আদম ও হাওয়া- আদি মাতা আদি পিতা।


১৯/১১/২০২২
মিরপুর ঢাকা।