লকডাউনের অত্যাচারের শেষে,
এসেছিলাম বিগো লাইভের দেশে।
প্রথম প্রথম লাগলো ভালো ওরে,
অচেনাদের সাথে আলাপ করে।
ক্রমে ক্রমে এই কথাটি বুঝি,
কেমন জানি ছলচাতুরীর খেলায়
মত্ত সবাই। পাই না সত্য খুঁজি।


এইখানে সব মহাপ্রেমিক জন,
নারী পুরুষ পরস্পর আপন।
তিন সন্তানের জনক হেসে বলে-
করবো বিয়ে যোগ্য কনে পেলে।
এমন আজব এ দেশেরই মাঠ!
পরকীয়ায় সকলে হয় সতেজ,
গল্পকথায় রাজাধিরাজ, লাট।


তবু, নেশার মতো ভালো লাগে,
নিত্য আসি সকল কাজের আগে।
অদেখা সেই বন্ধুরা কই আছে,
মিনাক্ষী, ভূত, মনন কোনবা গাছে
ঝুলে আছে?  পেলে খুশি হই।
ভালো-মন্দ সকল কিছু মিলে
বিগো লাইভকে আপন করে লই।


১৩/১১/২০২০
মিরপুর, ঢাকা।