এ শক্ত দেয়াল আমার রচিত নয়;
উপেক্ষার কাদামাটি দিনে দিনে মিলে
আসমান ছোঁয়া; ক্রমশ সুউচ্চ হয়।
আমরা কেউ জানি না, কবে এ নিখিলে
আসবে জলোচ্ছ্বাসের জোয়ারের বান;
সৃষ্টি হবে এ দেয়াল ভাঙ্গার আখ্যান।
আমাদের এ জীবন অলৌকিক ঘুড়ি,
সূক্ষ্ম ও মিহিন অদৃশ্য সুঁতোয় বাঁধা;
ইচ্ছেমতো নীলিমায় নিত্য যাচ্ছি উড়ি'
অন্ধকার পথে; বিক্ষিপ্তভাবে; সর্বদা
ভয়ঙ্কর, বৈরী এক আশ্চর্য বাতাসে
সুঁতো ছিঁড়ে উড়ে যাবো দূরের আকাশে!
তার লাটাই কোথায়? কে যে ঘোরায় তা'?
অবিশ্রান্ত উড়ে যাই; কিছুই জানি না।
বিশ্বস্থতার আশ্রম- সম্পদ-সম্পত্তি
লাভের ইচ্ছায়, একত্রে মিলেছিলাম;
কী আশ্চর্য! আমাদের ফসলের ক্ষেতি
ঘরবাড়ি, আত্মীয়তা হয় যে নিলাম!
মরণের আগে আমি মরে যেতে চাই
বিষাক্ত ভেষজে। কারণ যে একটাই-
জীবন-তরঙ্গে নেই সুখের আখ্যান;
এ জীবন যেন এক কাঁটার বাগান।
মনের শুদ্ধতা নেই, সম্প্রীতিও নেই,
অঙ্গীকার ভুলে গিয়ে হারাচ্ছি যে খেই।


০১/১২/২০২১
শাহবাগ, ঢাকা।