জ্যোস্নার মতোন নীল তোমার শরীর
গলে গলে ঝরে পড়ে সবুজ ধরায়,
দুই হাতে মেখে নেই সমুদ্রের নীর
বেঁধে রাখি তোমাকেই মন-আঙ্গিনায়।
            শুকসারিরা উড়ে যায় আকাশের নীলে,
            কষ্টের মেঘেরা নামে মননে আমার;
            প্রজাপতি আসেনাকো শাপলার বিলে,
            প্রেমের আকর সব হয় চুরমার।
শরতের সাদা মেঘ হারাচ্ছো কোথায়?
কোন প্রেমিকের টানে দ্রুতলয়ে চলো?
সিডর-আইলা নামে দুঃখী চেতনায়,
বিধ্বস্ত এই হৃদয়  কাঁদে ছলছলো।
             রূপের ঝর্ণা বহিছে সাগরের তীরে,
             বিমুগ্ধ চেতন কাঁদে, ভাসি আঁখি নীরে।