বিমুগ্ধ সুন্দরী তুমি, সৃজিতা প্রিয়তি!
গিরিখাতের পাথরকাটা অজন্তার
গুহার ভেতরে এক গোলাপের চারা।
মোলায়েম দেহ থেকে সুরভীত বায়ু
সাগরের জল বেয়ে, পাহাড় ডিঙিয়ে,
খাল-বিল-নদী-মাঠ সব কিছু ছেড়ে
চুপিসারে এসো তুমি বিরহী-অন্তরে।
কান পেতে শুনি, ওই আকাশের মেঘে
কোমল মৃদঙ্গ বাজে। পাখির কাকলি
বেজে যায় অপরূপ সুরে! সুমধুর
কারুকাজে। প্রিয়তির বিমুগ্ধ হৃদয়ে
রোপণ করি, যে প্রেম; ওম দিয়ে যাই
হৃদয়ের তাপে, সেচ দেই প্রতিদিন
প্রমত্ত ভালোবাসার নোনা অশ্রুজল।


১৯/০২/২০২১
মিরপুর, ঢাকা