বিধ্বংসী করোনাকাল বিকেলের ছায়ার মতোন
দীর্ঘায়িত হয় যদি; হয়তো তখন,
আবার হবে না দেখা আমাদের মাঝে ভবিষ্যতে।
লক-ডাউনের এ জীবন কোন মতে
পার করে পরপারে চলে যাবো গোপনে নীরবে;
মান-অভিমান শুকনো পাতার মতোন পড়ে রবে।


পথ চলতে চলতে পথিমধ্যে হয়েছিলো দেখা
পরস্পরে; এ এক বিস্ময়কর ভাগ্যলেখা!
প্রভাতের সূর্যালোক আলোকিত করে
পৃথিবীর অন্ধকার। স্বমহিমায় ছড়িয়ে পড়ে
মরুতে পাহাড়ে জলে মাঠে ঘাটে লোকালয়ে,
জ্বেলে আপনার তেজ নিজস্ব হৃদয়ে।
তুমি কি তা-ই ছিলে না, অনিন্দ্য প্রিয়তি?
অন্ধকার মহাবিশ্বে স্নিগ্ধ আলোময় অরুন্ধতী
ভেবে অন্ধের মতোন ধরেছিলাম তোমার হাত।
চলে যাচ্ছো, যাও, চলে যাও; কী অভিসম্পাত!
অকস্মাৎ বজ্রপাতের মতোন পড়েছে জীবনে!
কিছুই বলে গেলে না, সরল মননে।
অনিন্দ্যলোকের জ্যোতি মর্ত্যলোকে ওয়ি অভিমানী!
ভুলতে গেলে আমারে পড়বে মনে, এইটুকু জানি।


১৬/০৫/২০২০
মিরপুর, ঢাকা।