একটি শব্দ পেলে একটি কবিতা লেখা যায়
একটি ভাবনা পেলে একখানা ছবি আঁকা যায়
একটু ভালোবাসায় একটি পৃথিবী যায় গড়া
একটু অবহেলায় তাজা তাজা প্রাণ আধমড়া
একটু বেদনা যদি আঘাত হানে কখনো হৃদয়ে
একটি পাহাড় নিমেষেই যেতে পারে ধ্বংস হয়ে
একটু হাসিতে বেজে ওঠে বাঁশি দূরের প্রান্তরে
একটু কান্নার জলে মহাসমুদ্র বয়ে যায় অন্তরে
একটু মমতা পেলে চারা গাছ বৃক্ষ হয়ে উঠে
ফুলে ফলে সুবাস ছড়ায় কাঙ্ক্ষিত করপুটে
একটু ভুলে কখনোবা শুলে চড়ে জীবন্ত প্রাণ
একটু বেতালে বন্ধ হয়ে যায় চিরায়ত গান
একটু একটু করে কেউ ভালোবাসা পায় যদি
ঊষর মরুভূমিতে বয়ে যায় জলবতী নদী...


০৭/০৪/২০২২
মিরপুর ঢাকা।