নীলাঞ্জনা
মনের গভীরে বরষা নামিছে ধীরে
       হৃদ-মোহনার তীরে
ঘূর্ণিত জল উথাল-পাথাল ঢেউ
   দেখলো না তারে কেউ
শান্ত-শীতল আমার শরীর বেয়ে
    নেমে আসো তুমি মেয়ে
চারিদিকে জাগে আগুন নদীর গান
        তোলাপাড় করা বান
আজ ভুলে সব বেদনার কড়িকান্তি
       লভে যাবো কিছু শান্তি...


২৬/০৭/২০১৮
মিরপুর, ঢাকা।