হালের এ চাল বড়োই বেহাল আলু পটল কিনতে,
বেগুন মুলো লঙ্কা ও পুঁই পারবে কি তা' চিনতে?
মাছ ও মাংস হয় যে ধ্বংস ফরমালিনের জ্বালায়,
আনাজপাতি পেঁয়াজ রসুন খাদ্যগুণ সব পালায়।
ফলফলাদি যাহাই কিনি বিষ মাখানো সব,
কৃত্রিমতার চমক লাগার বাণিজ্যিক উৎসব।
মোম লাগানো আপেল এবং তরমুজ স্যাকারিনে
সাজিয়ে রাখে থরে থরে ক্রেতারা নেয় কিনে।
মাছে কভু হয় না পচন দারুণ সে দাওয়াই!
গাঁটের পয়সা খরচ করে বিষ কিনে যে খাই।
বিষের জ্বালায় ঝালাপালা বিষাক্ত হয় দেহ,
রাজ-বাহাদুর সাহেব মজুর কয় না কিছু কেহ।
এমন করে চলতে গিয়ে ধ্বংস হবে দেশ,
অচেনা সব রোগে মরে বাড়ছে হাপিত্যেশ।


২৬/০১/২০১৯
মিরপুর, ঢাকা।